অঞ্চলাংশ [অন্‌.চো.লাঙ্.শো] [ɔn.co.la.ɔŋ.ʃo]
সংস্কৃত অঞ্চলাংশ >বাংলা অঞ্চলাংশ
অঞ্চলের অংশ/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
অঞ্চল +অংশ [স্বরসন্ধি]
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ : যা কোনো অঞ্চলের অংশ।
সমার্থক শব্দ :
অংশ, অঞ্চলাংশ, একাংশ, একপার্শ্ব।
ইংরেজি :
region, part