অংশানো
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+আ+ন্+ও।
উচ্চারণ:
ɔŋ.ʃa.no
(অঙ্.শা.নো)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশঃ>বাংলা
অংশ>অংশানো।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√অংশ্
(ভাগ করা)
+আনো,
ভাববাচ্য।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অংশন |
পৃথকীকরণ
|
অংখণ্ড পরিবর্তন |
পরিবর্তন
| ক্রিয়া |
মনুষ্য কার্যকলাপ |
বিশেষ ঘটনা
|
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:
আপন আপন অধিকার স্থাপন হওয়া।
ইংরেজি:
to
descend as an inheritance।
সূত্র :