অংশভার
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+ভ্+আ+র্+অ

উচ্চারণ: ɔŋ.ʃo.bʰar (অঙ্‌.শো.ভার্)

শব্দ-উৎস: সংস্কৃত অংশভার>বাংলা  অংশভার।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সামাজিক নিয়ন্ত্রণ |  দলগত কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ |  বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: একটি সামাজিক চাপ (force), যার দ্বারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য হয়।
সমার্থক শব্দাবলি:
অংশভার, কাঁধের বোঝা, দায়, দায়িত্ব
উদাহরণ: বিধবা কন্যার অংশভার পিতামাতাকেই নিতে হয়।

ইংরেজি:
duty, responsibility, obligation