দায়িত্ব [দায়্.ইত্.তো] [d̪a.it̪.t̪o]
সংস্কৃত दायित्व (দায়িত্ব)>বাংলা  দায়িত্ব
দা (দান করা) +ইন্ (ণিনি) +ত্ব
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| সামাজিক নিয়ন্ত্রণ | দলগত কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ : একটি সামাজিক চাপ (force), যার দ্বারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য হয়।
সমার্থক শব্দাবলি :
অংশভার, কাঁধের বোঝা, দায়, দায়িত্ব।
উদাহরণ : বিধবা কন্যার দায়িত্ব পিতামাতাকেই নিতে হয়।

ইংরেজি :
duty, responsibility, obligation