দায়
বানান বিশ্লেষণ : দ্+আ+য়্+অ।
উচ্চারণ: d̪a (দায়্)

দায়্=দায়্ [দা ধ্বনির সাথে অর্ধ-স্বরধ্বনি য়্ যুক্ত হয়ে একাক্ষর দায়্ ধ্বনি উৎপন্ন করে]

শব্দ-উৎস: সংস্কৃত दाय (দা)>বাংলা  দা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. দা (দান করা) + অ (ঘঞ্),  ভাববাচ্য}

পদ : বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ:  যা নিঃস্বার্থভাবে প্রদান করা হয়।
সমার্থক শব্দাবলি: অর্পণ, দান।

 

. দা (দান করা) + অ (অ),  কর্মবাচ্য}
পদ : বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: প্রদেয় বা প্রাপ্ত সম্পদ এবং তার উপর অধিকার। এই সম্পদ হতে পারে

যুক্তশব্দ: দায়ভাগ,
 

পদ : বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | সামাজিক নিয়ন্ত্রণ | দলগত কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

অর্থ: একটি সামাজিক বা নৈতিক চাপ, যার দ্বারা কেউ কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য হয়।
সমার্থক শব্দাবলি:
অংশভার, কাঁধের বোঝা, দায়, দায়িত্ব।
উদাহরণ: বিধবা কন্যার দায় পিতামাতাকেই নিতে হয়।

ইংরেজি:
duty, responsibility, obligation
যুক্তশব্দ: দায়গ্রস্থ,
 

 

. দো (ছেদন করা)  +  অ (অ),  ভাববাচ্য}
পদ : বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {| পূর্ণ-পরিবর্তনকরণ | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

অর্থ:১ বিভাজিত করার কার্যক্রম।
সমার্থক শব্দাবলি:
খণ্ডন, ছেদন, বিভাজন।
ইংরেজি : division, partition, partitioning, segmentation, sectionalization, sectionalisation

 

অর্থ:২.  যার দ্বারা কোনো স্বার্থ নাশ হয় বা শুভ কার্যক্রম ব্যবহত হয়। এই সকল অর্থে বাংলাতে দায় শব্দ নানাভাবে ব্যবহৃত হয়। যেমন

৫.১. উপদ্রব (জমের দায়)
৫.২. ক্ষতি (টাকা হারলে তার দায় কে নেবে)
৫.৩. ঋণ, দেনা ( তোমার কাছে আমার অনেক দায়
)

৫.৪. বিপদ, ভার, সঙ্কট (সংসারের এ দায় থেকে কে উদ্ধার করবে)
৫.৫. কঠিন ব্যাপার (এযে বড় দায়)
৫.৬. অধিকার (আমার দায় আছে, তাই বলতে পারি)
৫.৭. সম্বন্ধ (তার সঙ্গে কদাচিত নাহি তোর দায়/মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা)

৫.৮. অপরাধ, দোষ (চুরির দায়ে তার জেল হয়েছে )
৫.৯. হেতু (পরীক্ষিৎ বধিলাম ব্রহ্মশাপের দায়/বিষহরি ও পদ্মাবতীর পাঁচালী/দ্বিজ-বংশীদাস।)
৫.১০. বন্ধন, বাধ্যতা (কথার দায়)
৫.১১. কর্তব্যভার (কন্যাদায়)

৫.১২. গরজ (আমার দায় পড়েছে, ওর সাথে কথা বলবো)

৫.১৩. নিমিত্ত (পেটের দায়)