দায়গ্রস্ত
বানান বিশ্লেষণ : দ্+আ+য়্+অ+গ্+র্+অ+স্+অ+ত্+অ।
উচ্চারণ: d̪a.gros.o (দায়্.গ্রোস্.তো)

দায়্=দায়্ [দা ধ্বনির সাথে অর্ধ-স্বরধ্বনি য়্ যুক্ত হয়ে একাক্ষর দায়্ ধ্বনি উৎপন্ন করে]

গ্রস্ত=গ্রোস্.তো {র-ফলা যুক্ত গ-এর উচ্চারণ গো হয়। এর সাথে স্ত-এর বিভাজিত অংশের স্ যুক্ত হয়ে একাক্ষর গ্রোস্ উৎপন্ন করে। অবশিষ্ট ত ধ্বনি ওকারান্ত হয়ে তো-ধ্বনিতে পরিণত হয়)
 

শব্দ-উৎস: সংস্কৃত दाय (দা)>বাংলা  দা+সংস্কৃত ग्रस्त (গ্রস্ত)>বাংলা  গ্রস্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দায়{√দা (দান করা) + অ (অ),  কর্মবাচ্য}+গ্রস্ত {গ্রস্ (গ্রাস করা)+ ত (ক্ত), কর্মবাচ্য}
 

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ: যিনি দায় ( অংশভার, কাঁধের বোঝা, দায়, দায়িত্ব অর্থে) দ্বারা আক্রান্ত, আচ্ছন্ন বা পীড়িত।
ইংরেজি:
bound by obligation or duty or responsibility.