দায়ভাগ
বানান বিশ্লেষণ : দ্+আ+য়্+অ+ভ্+আ+গ্+অ।
উচ্চারণ: d̪a.bʰag (দায়্.ভাগ্)

দায়্=দায়্ [দা ধ্বনির সাথে অর্ধ-স্বরধ্বনি য়্ যুক্ত হয়ে একাক্ষর দায়্ ধ্বনি উৎপন্ন করে]
ভাগ=ভাগ্ [ভা ধ্বনির সাথে রুদ্ধ গ্ ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর ভাগ্ ধ্বনি উৎপন্ন করে]

শব্দ-উৎস: সংস্কৃত दाय (দা)>বাংলা  দা+ সংস্কৃত भाग (ভাগ)>বাংলা ভাগ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দায়{√দা (দান করা) + অ (অ),  কর্মবাচ্য}+ভাগ {ভজ্  (ভাগ করা) +অ (ঘঞ্), কর্মবাচ্য }
 

পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | সম্পদ | অধিকার  | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের অধিকার।