অংশবিশেষ
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+অ+ব্+ই+শ্+এ+ষ্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.bi.ʃeʃ
(অঙ্.শো.বি.শেশ্)
শব্দ-উৎস: সংস্কৃত অংশবিশেষ>বাংলা অংশবিশেষ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ
{√অংশ্
(ভাগ করা) +অ
(অ),,কর্মবাচ্য}
+
বিশেষ {বি
(অতিশায়িত)-
Öশিষ্
(শেষ থাকা, শেষ রাখা) +
অ
(ঘঞ্),
কর্মবাচ্য।}।
অংশের বিশেষ (প্রকার)/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
| সম্পর্ক
| বিমূর্তন
| বিমূর্ত-সত্তা
| সত্তা
}
অর্থ: অংশের একটি প্রকার (সুনির্দিষ্ট অংশ), যা অংশের অংশ হিসাবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি:
অংশ,
অংশাংশ.
একাংশ,
খণ্ডিতাংশ,
ভাগের ভাগ,
অংস,
অল্প একটু,
একাংশ,
কলা,
খণ্ড,
খণ্ডিতাংশ,
টুকরা,
টুকরো,
ভাগ,
ভাগের ভাগ।
উদাহরণ:
বাড়ির অংশবিশেষ
বিক্রয়
হয়েছে।