বিশেষ
বানান বিশ্লেষণ: ব্+ই+শ্+এ+ষ্+অ
উচ্চারণ:
bi.ʃeʃ (বি.শেশ্)
শব্দ-উৎস: সংস্কৃত বিশেষ> বাংলা বিশেষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. বি (অতিশায়িত) √শিষ্ (শেষ থাকা, শেষ রাখা) +অ (ঘঞ্), কর্মবাচ্য
পদ: বিশেষণ
১.১.অর্থ: যাতে শেষ-এর অতিশয় থাকে।
      সমার্থক শব্দাবলি: অসাধারণ, অসামান্য।
      উদাহরণ: বিশেষ গুণ, বিশেষ বৃত্তি।

১.২. অর্থ: যার দ্বারা বিশিষ্ট ভাব প্রকাশ পায়।
       সমার্থক শব্দাবলি: সুনির্দিষ্ট, গুরুত্বপূর্ণ, স্বতন্ত্র।
        উদাহরণ: বিশেষ দরকার, বিশেষ কাজ।

১.৩. অর্থ: যা একান্তই আপন নিজের বা একান্ত আপন।
       
সমার্থক শব্দাবলি: একান্ত আপন, অন্যের থেকে বেশি অন্তরঙ্গ, অনেকের মধ্যে স্বতন্ত্র।
        উদাহরণ: সে আমার বিশেষ লোক, বিশেষ ভাবনা।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

২. বি (প্রভেদ)- Öশিষ্ (শেষ থাকা, শেষ রাখা) + অ (অ), ভাববাচ্য
পদ: বিশেষণ
অর্থ: যার সমাপ্তি বিভেদ প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: অন্তর, প্রভেদ।
উদাহরণ: আপনার ঘর শ্বশুরের ঘর। ভাবিয়া দেখহ প্রভু বিশেষ বিস্তর। ভারতচন্দ্র গ্রন্থাবলী। বঙ্গবাসী। ১৩০৯।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

৩. বি (প্রভেদ)- Öশিষ্ (শেষ থাকা, শেষ রাখা) + অ (অ), করণবাচ্য।
পদ: বিশেষণ
অর্থ: যার সমাপ্তিতে একটি প্রকরণ প্রকাশ পায়।
সমার্থক শব্দাবলি: প্রকরণ, প্রকার।
উদাহরণ:
অংশবিশেষ, অর্ঘবিশেষ, তীর্থবিশেষ, কদলীবিশেষ, দণ্ডবিশেষ, মৃগবিশেষ।


 

পূর্বপদে বিশেষ : বিশেষক, বিশেষজ্ঞ, বিশেষোক্তি।
পরপদে বিশেষ :
অংশবিশেষ, অর্ঘবিশেষ, তীর্থবিশেষ, কদলীবিশেষ, দণ্ডবিশেষ, মৃগবিশেষ।

 

বিভক্তিযুক্ত সৃষ্ট নতুন পদ : বিশেষত, বিশেষত্ব, বিশেষিত।