একাংশ [এ.কাঙ্‌.শো] [e.kaŋ.ʃo]
সংস্কৃত
  कांश (একাংশ)>বাংলা একাংশ
এক যে অংশ/সাধারণ কর্মধারয় সমাস
এক +অংশ
[সংস্কৃত স্বরসন্ধি]
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ : অংশের একটি প্রকার (সুনির্দিষ্ট অংশ), যা অংশের একটি অংশ হিসাবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি :
অংশ,
অংশাংশ. একাংশ, খণ্ডিতাংশ, ভাগের ভাগ। অংস, অল্প একটু, একাংশ, কলা, খণ্ড, খণ্ডিতাংশ, টুকরা, টুকরো, ভাগ
উদাহরণ : বাড়ির অংশবিশেষ বিক্রয় হয়েছে।
ইংরেজি : 
fraction of fraction

উদাহরণ : গাছের একাংশ পুকুরে পড়েছে

বিশেষ্য {বস্তুবাচক, সাধারণ, প্রাণিবাচক, অংশবাচক}
উর্ধ্বক্রমবাচকতা { | দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অংশ, অঞ্চলাংশ, একাংশ, একপার্শ্ব।
১.১ কোন বৃহৎ অবস্থানের অংশ। যেমন- প্রতিবছর বন্যায় দেশের একাংশ প্লাবিত হয়) ইংরেজি : region
১.২. নির্দিষ্ট ধারণাবাচক অংশ হিসাবে :
একাংশ, একপার্শ্ব (মাঠের একাংশে রৌদ্র, অপর অংশে ছায়া ছিল) ইংরেজি : region, part
১.৩ শরীরের অংশ হিসাবে- পক্ষাঘাতে তার শরীরের একাংশ অচল হয়ে গিয়েছে
ইংরেজি :
part

 

   

.

বিশেষ্য {| সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

 

যা ভাগ করা যায় এমন দৃশ্যমান দ্রব্যের ভাগ অর্থে-