স্বত্ব
[শত্.তো][ʃɔt̪.t̪o]
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সম্পদ |
অধিকার
|
সম্পর্ক |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ : অধিকার
আছে এমন কোনো বিষয়ের স্বতন্ত্র অংশ।
সমার্থক শব্দাবলি :
অংশ,
অংশিত্ব,
শেয়ার,
স্বত্ব।
উদাহরণ : এই সম্পত্তিতে আমার অংশ আছে।
ইংরেজি :
share,
portion, part, percentage।
২.
বিশেষ্য {বিমূর্ত, সাধারণ, মালিকানা, অংশ}
ঊর্ধক্রমবাচকতা {|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ : যার দ্বারা অংশিত্বের উপর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়।
সমার্থকত্ব :
মালিকত্ব,
মালিকানা,
স্বত্বাধিকার,
স্বামিত্ব
।