সম্পদ
ব্যবহার উপযোগী বস্তু বা বৈষয়িক মূল্য আছে এমন যে কোনো বিষয়ের উপর কোনো ব্যক্তির মালিকানার অধিকার থাকলে, তা ওই ব্যক্তির সম্পদ হিসেবে বিবেচিত হবে।
ঊর্ধ্বক্রমবাচকতা {| সম্পদ | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}

ইংরেজি:
assets
ব্যাখ্যা: মালিকানার সূত্রে ব্যবহার উপযোগী বস্তু বা বৈষয়িক মূল্য আছে এমন যে কোনো সামগ্রী বা উপকরণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেউ এককভাবে সম্পদের মালিকানার দাবিদার হতে পারে আবার অংশবিশেষের দাবিদার হতে পারে। এই অংশবিশেষের অধিকারকে শেয়ার বা অংশিত্ব বলা হয়।