আদিত্য
[অভিধান:
আদিত্য]
হিন্দু পৌরাণিক সত্তা।
বেদ ও হিন্দু পৌরাণিক
গ্রন্থাদিতে নানাভাবে আদিত্যের উল্লেখ রয়েছে।
ঋগ্বেদ:
এই বেদের ২ মণ্ডলের ২৭ সূক্তে ছয় জন
আদিত্যের নাম পাওয়া যায়, এঁরা হলেন-
অংশ,
অর্যমা,
দক্ষ,
বরুণ,
ভগ
ও
মিত্র।
আবার এই বেদের
৯ মণ্ডলের ১১৪ সূক্তে আদিত্যের সংখ্যা ৭। তবে এই সূক্তে আদিত্যদের নাম পাওয়া যায়
না। ১০ মণ্ডলের ৭২ সূক্তে আট পুত্রের কথা বলা হয়েছে। এর ভিতর মার্তণ্ড নামক পুত্রকে
ত্যাগ করে অবশিষ্ট সাত পুত্রকে নিয়ে অদিতি দেবলোকে গিয়েছিলেন। এই সূক্তের ৪ সংখ্যক
শ্লোকে বলা হয়েছে- উত্তানপদ হতে পৃথিবী জন্মিল, পৃথিবী হতে দিক সকল জন্মিল, অদিতি
হতে দক্ষ জন্মিলেন, দক্ষ হতে আবার অদিতি জন্মিলেন। ৫ম শ্লোকে নির্দেশিত করে বলা
হয়েছ–
হে দক্ষ! অদিতি যে জন্মিলেন, তিনি তোমার কন্যা। ঋগ্বেদের মতে–
দক্ষের মাতা হিসাবে যে অদিতির নাম পাওয়া যায়, সেই অদিতির সন্তানরা আদিত্য।
[সূত্র: ঋগ্বেদ-সংহিতা। প্রথম খণ্ড। হরফ, ১৮ ফেব্রুয়ারি, ২০০০]
অগ্নি পুরাণ ও মৎস্য পুরাণ:
চাক্ষুষ মন্বন্তরে তুষিত নামে যে সব দেবতা ছিলেন তাঁরাই বৈবস্বত
মন্বন্তরে দ্বাদশ আদিত্য নামে খ্যাত হন। এঁরা কশ্যপের ঔরসে দক্ষের কন্যা অদিতির গর্ভে
জন্মগ্রহণ করেন। অদিতির পুত্র হিসাবে এঁরা আদিত্য নাম লাভ করেন। এই পুত্ররা হলেন-
অংশুমান,
ইন্দ্র,
ত্বষ্টা,
ধাতা,
পূষা,
বিষ্ণু,
ভগ,
বরুণ,
বিবস্বান,
মিত্র,
যম ও
সবিতা।
[ষষ্ঠ অধ্যায়। মৎস্য পূরাণ]
[ঊনবিংশ অধ্যায়। অগ্নি পূরাণ]
ব্রহ্মপুরাণ: দক্ষের ঔরসে অদিতির গর্ভে ১২টি পুত্র জন্মে। এঁরা আদিত্য নামে অভিহিত হয়েছে। এই পুত্ররা হলেন- অংশ, অর্যমা, ত্বষ্টা, ধাতা, পূষা, বিধাতা, বিবস্বান, ভগ, বিষ্ণু, শত্রু, সবিতা। [তৃতীয় অধ্যায়। ব্রহ্মপুরাণ]
মহাভারত:
আদিত্য-এর সংখ্যা
১০।
[সৃষ্টিবর্ণন
|
অনুক্রমণিকাধ্যায় | আদিপর্ব, মহাভারত]।
বরাহপুরাণ: এই পুরাণের ষড়্বিংশ অধ্যায়ে সূর্যকে সরাসরি আদিত্য বলা হয়েছে আদি সত্তা হিসাবে। এই পুরাণ মতে- দিবা শব্দের অর্থ দিবস, সেই দিবা তাঁহা দ্বারা কৃত হইয়াছে বলিয়া তাঁহাকে দিবাকর কহে এবং ঐ সূর্য জগতের আদি বলিয়া আদিত্য নামে অভিহিত হইয়াছেন। [বরাহ পুরাণম্। পঞ্চানন তর্করত্ন সম্পাদিত]