শব্দ-উৎস: সংস্কৃত অংশপ্রদান>বাংলা অংশপ্রদান। রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য।}+প্রদান {প্র- দান {√দা (দান করা) + অন্ (ল্যুট), ভাববাচ্য}।}।
অংশের প্রদান/ষষ্ঠী তৎপুরুষ সমাস। ক্লীবলিঙ্গ।