অংশকল্পনা
বানান বিশ্লেষণ :অ+ং+শ্+অ+ক্+অ+ল্+প্+অ+ন্+আ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.kɔl.po.na (অঙ্‌.শো.কল্‌.পো.না)
শব্দ-উৎস: সংস্কৃত অংশকল্পনা>বাংলা অংশকল্পনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { বিতরণ | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: পরিকল্পনা অনুসারে কোনকিছুর বিভাজিত অংশ প্রদান।
সমার্থক শব্দাবলি: অংশকল্পনা, অংশপ্রদান, ভাগ দেওয়া, বরাদ্দকরণ
ইংরেজি
allocation

অংশকল্পনা শব্দযুক্ত ক্রিয়ামূল
সূত্র :