কল্পনা
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+প্+অ+ন্+আ
উচ্চারণ:
kɔl.po.na (কল্‌.পো.না)
শব্দ উৎস: সংস্কৃত কল্পনা> বাংলা কল্পনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কল্পি {ক৯প (ভাগ করা)> √কল্প্ (ভাগ করা) + অন (যুচ্), ভাববাচ্য} +আ (টাপ)(স্ত্রীলিঙ্গার্থে)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: মনোজগতের প্রতিনিধিত্বমূলক জ্ঞানগত প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কিছু ধারণা করতে সক্ষম হয়। এই ধারণা থেকে জন্ম নেয় কল্পনা। মূলত কল্পনা হলো- জ্ঞানপ্রক্রিয়া সৃষ্ট ভাবমূর্তির এমন একটি মানসিক প্রতিরূপ, যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি। এই অর্থে কল্পনা মনোলোকে বিমূর্তরূপে মূর্তমান থাকে। বাংলা ভাষায় কল্পনা শব্দটি নানা অর্থে ব্যবহৃত হয়। যেমন-

১. কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। এই অর্থে কল্পন হলো মানস রচনা।
সমার্থক শব্দাবলি: কল্পন,
কল্পনা, পরিকল্পনা।
উদাহরণ: আধুনিক সমাজ ব্যব্স্থা বিষয়ক কল্পনা।

২. কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। কিন্তু তা ভবিষ্যতে হতে পারে।
সমার্থক শব্দাবলি: অনুমান, কল্পন,
কল্পনা
উদাহরণ: তার কল্পনা ছিল, এই ব্যবসায় ধনবান হবে।

৩. কোনো কিছুর মানসিক প্রতিরূপ যা বাস্তবে প্রত্যক্ষ হয় নি এবং এই অর্থে যা বর্তমানে অনুপস্থিত। কিন্তু তা হওয়া সম্ভব নয়, কিন্তু তাকে বাস্তবের মতো করে উপস্থাপন করা হয়।
সমার্থক শব্দাবলি: অলীক, কল্পনা।
উদাহরণ: আকাশ কুসুম কল্পনা

যুক্তশব্দ: