প্রদান
বানান বিশ্লেষণ: প্+র্+অ+দ্+আ+ন্+অ
উচ্চারণ:
pro.d̪an
(প্রো.দান্)
শব্দ-উৎস:
সংস্কৃত প্রদান>
বাংলা প্রদান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
প্র-
দান
{√
দা(দান করা) +
অন্ (ল্যুট),
ভাববাচ্য}
অর্থ: পরিকল্পনা অনুসারে কোন অন্য কাউকে দেওয়া কিছুকে করা। প্রকৃষ্টরূপে দান অর্থে প্রদান শব্দ হিসেবে ব্যবহার করা হয়
সমার্থক শব্দাবলি: দেওয়া,
দান।
উদাহরণ: অংশপ্রদান, সম্পত্তি প্রদান।
ইংরেজি
giving
যুক্তশব্দ