দান
বানান বিশ্লেষণ: দ্+আ+ন্+অ
উচ্চারণ:
d̪an (দান্)
শব্দ-উৎস: সংস্কৃত দান> বাংলা দান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দান {√ দা(দান করা) + অন্ (ল্যুট), ভাববাচ্য}
অর্থ: প্রতিফলের আশা ছাড়াই কাউকে কোনো কিছু দেওয়া।

যুক্তশব্দ