ডিগ্রি
বানান বিশ্লেষণ : ্+ই+গ্+র্‌+ই।
উচ্চারণ:
ɖig.ri (ডিগ্.রি)

ডিগ্রি=ডিগ্.রি [ইকারযুক্ত ড্ ধ্বনি একাক্ষর ডি তৈরি করে। এর সাথে রুদ্ধ গ্ ধ্বনি মিলিত হয়ে একাক্ষর ডিগ্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট রি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]

শব্দ-উৎস: ইংরেজি Degree>বাংলা ডিগ্রি, (বানান সংশোধন রীতিতে ডিগ্রী বানান অশুদ্ধ)
পদ :১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
বৃত্তের পরিধি ৩৬০ ভাগের ১ ভাগ পরিমিত অংশ।
সমার্থক শব্দাবলি : অংশ, ডিগ্রি।

.১ কোণের পরিমাণ। এর সঙ্কেত । যেমন- ৪৫
১.২. তাপমাত্রা নির্দেশক সঙ্কেত। যেমন- ৪০
সেলসিয়াস।

.
বিশেষ্য।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাসের স্বীকৃত হিসাবে প্রদত্ত উপাধি।