ভগ্নাংশ
বানান বিশ্লেষণ : ভ্+অ+গ্+ন্+আ+ঙ্+শ্+অ।
উচ্চারণ:
bʰɔg.naŋ.ʃo (
ভগ্.নাঙ্.শো)

শব্দ-উৎস: সংস্কৃত ভগ্নাংশ>বাংলা ভগ্নাংশ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {মূলদ সংখ্যা | বাস্তব সংখ্যা | জটিল সংখ্যা | সংখ্যা | সুনির্দিষ্ট পরিমাণ | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }

.. দুটি মূলদ সংখ্যার ভাগফল, এই অর্থে- ভগ্নাংশ (fraction)।
১.২. এক অঙ্কের অংশ। যেমন- ০৫, .২৫, .৭৫ ইত্যাদি।

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }
অর্থ: 
যা ভাগ করা যায়, এমন কিছুর ভাগ,
কোন জিনিষের ভাঙা অংশ, ভগ্নখণ্ড।
সমার্থক শব্দাবলি:
অংশ, অংশক

উদাহরণ : ইটের খণ্ড