অংশাংশী
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+আ+ং+শ্+ঈ।
উচ্চারণ:
ɔŋaŋ.ʃi (অঙ্‌.শাঙ্.শি)

শব্দ-উৎস: সংস্কৃত অংশাংশী>বাংলা অংশাংশী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {অবতার | দেবাংশ | হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: অবতার ও অবতারী।

উদাহরণ: অংশাংশীরূপে শাস্ত্রে করয়ে বাখ্যান/চৈতন্যচরিতামৃত ।

 


সূত্র :