অংশাংশী
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+আ+ং+শ্+ঈ।
উচ্চারণ:
ɔŋ.ʃaŋ.ʃi
(অঙ্.শাঙ্.শি)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশাংশী>বাংলা
অংশাংশী।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অংশ {√অংশ্ (ভাগ করা) +অ (অ)+অংশী {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} +ইন (ইনি)}
অংশ ও অংশী=মিলনার্থক দ্বন্দ্ব সমাস।
অংশ +অংশী=অংশাংশী [সংস্কৃত স্বরসন্ধি]।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {অবতার
| দেবাংশ
|
হিন্দু দেবতা |
হিন্দু
দৈবসত্তা |
দৈবসত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:
অবতার ও অবতারী।
উদাহরণ: অংশাংশীরূপে শাস্ত্রে করয়ে বাখ্যান/চৈতন্যচরিতামৃত ।
সূত্র :