অংশনীয়া
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ন্+ঈ+য়্+আ
শব্দ-উৎস:
সংস্কৃত অংশনীয়া>
বাংলা অংশনীয়া।
উচ্চারণ:
ɔŋ.ʃo.nia
(অঙ্.শো.নিআ)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশনীয়া>
বাংলা অংশনীয়া।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশনীয়
+ আ
(টাপ্)
}
পদ:
বিশেষণ
অর্থ: যা ভাগের বা কর্তনের উপযুক্তা, খণ্ডকরণের উপযুক্তা, বা বিভাজনের
যোগ্যা
সমার্থক শব্দাবলি: অংশনীয়া,
অংশয়িতব্যা,
কর্তনীয়া,
কাট্যা,
খণ্ডনযোগ্যা,
খণ্ডনসাধ্যা,
খণ্ডনীয়া,
খণ্ড্যা,
ছেদনযোগ্যা,
ছেদনসাধ্যা,
ছেদনীয়া
ছেদ্যা,
বিভাজনীয়া,
বিভাজ্যা
বিপরীতার্থক শব্দ
: অংশনীয় (পুংলিঙ্গ)।
ইংরেজি : divisible into parts or
share, to be divided
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।