খণ্ডনযোগ্যা [খণ্‌.ডোন্.‌জোগ্‌.গো] [kʰɔn.ɖon.ɟog.ga]
সংস্কৃত खण्डनयोग्या (খণ্ডনযোগ্যা)>বাংলা খণ্ডনযোগ্যা
খণ্ডন {
খণ্ড্ (ভগ্ন করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য} +যোগ্য {যোগ {যুজ্ (যুক্ত করা, মিশ্রিত করা)+অ (ঘঞ্), ভাববাচ্য} +য (যৎ)} +আ (টাপ্)}

বিশেষণ {নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, স্ত্রীবাচক}
অর্থ : যা ভাগের বা কর্তনের উপযুক্তা।
সমার্থক শব্দাবলি :
অংশনীয়া, অংশয়িতব্যা, কর্তনীয়া, কাট্যাখণ্ডনযোগ্য, খণ্ডনসাধ্যা,  খণ্ডনীয়া, খণ্ড্যা, ছেদনযোগ্যা, ছেদনসাধ্যা, ছেদনীয়া, ছেদ্যা, বিভাজনীয়া, বিভাজ্যা
বিপরীতার্থক শব্দ : খণ্ডনযোগ্য (পুংলিঙ্গার্থে)

ইংরেজি : divisible into parts or share, to be divided
।