অদিতি
হিন্দু পৌরাণিক চরিত্র। ইনি ছিলেন দক্ষের কন্যা এবং মহর্ষি কশ্যপের  স্ত্রী এর গর্ভে- বারজন দেবতার জন্ম হয়েছিল  এঁর গর্ভে জন্মগ্রহণকারী দেবতারা আদিত্য নামে খ্যাত।  সাধারণভাবে এঁরা দ্বাদশ আদিত্য নামে পরিচিত। এঁরা হলেন- অর্যমা, ত্বষ্টা, ধাতা, পূষা, বরুণ, বিবস্বান, বিষ্ণু, ভগ, মিত্র, রুদ্র, সবিতা ও সূর্য  তৈত্তিরিয়ে আদিত্যের সংখ্যা ৮এরা হলেন— অং, অর্যমা, ইন্দ্র, ধাতা, বরুণ, বিবস্বান, ভগ ও মিত্র ঋকবেদে আদিত্যের সংখ্যা মোট ৬ এরা হলেন— অং, অর্যমা, দক্ষ, বরুণ, ভগ ও মিত্র

দেবতাদের সমুদ্রমন্থনে যে কুণ্ডল উত্থিত হয়েছিল, ইন্দ্র তা এঁর হাতে অর্পণ করেছিলেন বামন অবতারে বিষ্ণু এঁর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পারিজাত নিয়ে বিষ্ণু ও ইন্দ্রের মধ্যে যে বিবাদ হয়েছিল, ইনি তা মিটিয়ে দিয়েছিলেন

এঁর অন্যান্য নাম:
১.দেবতারা এঁর গর্ভে জন্মেছিলেন বলে- এঁর অপর নাম- দেবমাতা।
. অমৃতদের (দেবতা) সু (প্রসবকারিণী), এই অর্থে এঁর অপর নাম- অমৃতসু

অদিতির বারটি পুত্রকে অদিতিজ নামে অভিহিত করা হয় এই পুত্ররা হলেন- ইন্দ্র, বিষ্ণু, সূর্য, ত্বষ্টা, বরুণ, অংশ, অর্যমা, রবি, পুষা, মিত্র, বরদমনু ও পর্জন্য একই অর্থে এঁদের অন্যান্য নাম অদিতিতনয়, অদিতিনন্দন, অদিতিপুত্র, অদিতিসূত।