অংশপ্রেষ
বানান বিশ্লেষণ :অ+ং+শ্+অ+প্+র্+এ+ষ্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃop.preʃ (অঙ্‌.শোপ্‌.প্রেশ্)
শব্দ-উৎস: সংস্কৃত অংশপ্রেষ> বাংলা অংশপ্রেষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {চাপ| ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: কোন একক ক্ষেত্রের উপরিতলে প্রযুক্ত আংশিক বল। কোন পদার্থের উপাদানের যে সামগ্রিক চাপ থাকে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের একক চাপ হলো অংশপ্রেষ। সিজিএস পরমাপে ডাইন।
সমার্থক শব্দাবলি: অংশপ্রেষ, আংশিক চাপ।
ইংরেজি:
partial pressure