প্রেষ
বানান বিশ্লেষণ: প্+র্+এ+ষ্+অ
উচ্চারণ: preʃ
(প্রেশ্)
শব্দ-উৎস:
সংস্কৃত প্রেষ>
বাংলা প্রেষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
প্র-
{√ইষি (ইচ্ছা করা)
+
ই (ণিচ)
+
অ (অচ্)
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক প্রপঞ্চ |
প্রপঞ্চ |
দৈহিক প্রক্রিয়া |
দৈহিক সত্তা |
সত্তা |
অর্থ:কোন বিষয়ের বাইরের থেকে বল প্রয়োগের দ্বারা সঙ্কুচিত বা স্থানান্তরের প্রচেষ্টা।
সমার্থক শব্দাবলি: ক্লেষ, চাপ, পীড়ন, প্রেষ
ইংরেজি:
pressure
।
যুক্তশব্দ: