ক্ষম্
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো  সহ্য করা এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।

                ক্ষম্ (সহ্য করা) +অ (অচ্) =ক্ষম
                         
ক্ষম্ (সহ্য করা) +ত (ক্ত) =ক্ষান্ত
                         
ক্ষম্ (সহ্য করা) +তি (ক্তিন্)=ক্ষান্তি

                    ক্ষম্ (সহ্য করা) +তব্য (তব্যৎ)=ক্ষমিতব্য
                        
ক্ষম্ (সহ্য করা) + (ণ্যৎ)=ক্ষাম্য
 

এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়ে থাকে যেমন- ক্ষমিতে পারিলাম না যে/ক্ষম হে মম দীনতা...জানি গো তুমি ক্ষমিবে তারে... শ্যামা গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুর

 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়ামূলগুলো হলো
                   
ক্ষম+আ=ক্ষমা

                        
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল
ক্ষমি
              
ক্ষম্ (সহ্য করা)+ই (ণিচ)= ক্ষমি