আন্দোল্
সংস্কৃত
ক্রিয়ামূল।
এর
ভাবগত অর্থ- আন্দোলিত করা।
এই
ক্রিয়ামূলজাত পদ বাংলাতে ব্যবহৃত হয়।
যেমন-
Öআন্দোল্
(আন্দোলিত করা) +ত
(ক্ত)
=আন্দোলিত।
নামধাতু,
বিশেষ্যজাত।
Öআন্দোল্
(আন্দোলিত করা) + অ (অচ্)=আন্দোল (বিশেষ্য)>
Öআন্দোল্।
এই ক্রিয়ামূল থেকে
উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়েছে।
যেমন−
আন্দোলি
পাতালপুরী/হেমচন্দ্র।
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল Öআন্দোলি {Öআন্দোল্ (আন্দোলিত করা) +ই (ণিচ)}।