কুমার
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো ক্রীড়া করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল কুমারি।

কুমার (ক্রীড়া করা)+ই (ণিচ) =কুমারি

এই ণিজন্ত ক্রিয়ামূল থেকে তৈরি হয়েছে কুমার শব্দ।

কুমারি (ক্রীড়া করা)+ অ (অচ্)=কুমার