ক্ষি
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- বাস করা, ক্ষয় পাওয়া, মঙ্গল লাভ এই ধাতু থেকে উৎপন্ন পদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-

বাস করা অর্থে :        ক্ষি (বাস করা) + ত্র (ষ্ট্রন) =ক্ষেত্র
                                     
ক্ষি (বাস করা) +তি (ক্তিন্)=ক্ষিতি

         
ক্ষয় পাওয়া অর্থে :    ক্ষি (ক্ষয় পাওয়া) + অ (অচ্) =ক্ষয়
                                    
ক্ষি (ক্ষয় পাওয়া) +ইন (ইনি) =ক্ষয়ী
                                    
ক্ষি (ক্ষয় পাওয়া) +ত (ক্ত)=ক্ষিত, ক্ষীণ
                                      ক্ষি (ক্ষয় পাওয়া) + য (যৎ) =ক্ষয্য
 

মঙ্গল লাভ অর্থে :       ক্ষি (মঙ্গল লাভ) + ন্ (মনিন্) =ক্ষয়

ক্ষি (ক্ষয় পাওয়া) ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- ক্ষয়ি {ক্ষি+ ই (ণিচ)}