ক্ষয়ি সংস্কৃত ক্রিয়ামূল (ণিজন্ত)√ক্ষয়ি>বাংলা √ক্ষয়ি। √ক্ষয়ি {√ক্ষি+ ই (ণিচ)}। এর ভাবগত অর্থ হলো- ক্ষয় পাওয়া। এই ধাতু থেকে উৎপন্ন পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন―
√ক্ষয়ি +ত (ক্ত) =ক্ষয়িত।