পট্
১. সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো  
আচ্ছাদিত করা, দক্ষ হওয়া এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।

      বেষ্টন করা অর্থে-        Öপট্ (আচ্ছাি করা) +অ (অচ্)=পট
                                            
Öপট্ (আচ্ছাি করা)+
অল (কলচ)=পট
                                           
 
Öপট্ (আচ্ছাদিত করা) +
ত (ক্ত)=পট্ট
               দক্ষ করা অর্থে-          
Öপট্ (দক্ষ হওয়া) +
=পটু
 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু Öপাটি দেখুন: পাটি

দেশী {হিন্দি, বাংলা Öপট}
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- স্বপক্ষে আনয়ন করা এই ধাতুজাত অকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়
এই ধাতু থেকে উৎপন্ন প্রযোজক ধাতু হলো- পটা
।  Öপট্ +আ  =Öপটা দেখুন : পটা
নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ পটে পটেন পটেন পট পটি পটি
ঘটমান পটছে পটছেন পটছেন পটছ পটছিস পটছি
পুরাঘটিত পটেছে পটেছেন পটেছেন পটেছ পটেছিস পটেছি
অনুজ্ঞা পটু পটুন পটুন পটো পট, পটিস  
অতীত সাধারণ পটল পটলেন পটলেন পটলে পটলি পটলাম
নিত্যবৃত্ত পটত পটতেন পটতেন পটতে পটতি পটতাম
ঘটমান পটছিল পটছিলেন পটছিলেন পটছিলে পটছিলি পটছিলাম
পুরাঘটিত পটেছিল পটেছিলেন পটেছিলেন পটেছিলে পটেছিলি পটেছিলাম
ভবিষ্যৎ সাধারণ পটবে পটবেন পটবেন পটবে পটবি পটব
ঘটমান পটতে থাকবে পটতে থাকবেন পটতে থাকবেন পটতে থাকবে পটতে থাকবি পটতে থাকব
পুরাঘটিত পটে থাকবে পটে থাকবেন পটে থাকবেন পটে থাকবে পটে থাকবি পটে থাকব
অনুজ্ঞা পটবে পটবেন পটবেন পটো পটবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ পটে পটেন পটেন পট পটিস পটি
ঘটমান পটিতেছে পটিতেছেন পটিতেছেন পটিতেছ পটিতেছিস পটিতেছি
পুরাঘটিত পটিয়াছে পটিয়াছেন পটিয়াছেন পটিয়াছ পটিয়াছিস পটিয়াছি
অনুজ্ঞা পটুক পটুন পটুন পটো পটিস  
অতীত সাধারণ পটিল পটিলেন পটিলেন পটিলে পটিলি পটিলাম
নিত্যবৃত্ত পটিত পটিতেন পটিতেন পটিতে পটিতিস পটিতাম
ঘটমান পটিতেছিল পটিতেছিলেন পটিতেছিলেন পটিতেছিলে পটিতেছিলি পটিতেছিলাম
পুরাঘটিত পটিয়াছিল পটিয়াছিলেন পটিয়াছিলেন পটিয়াছিলে পটিয়াছিলি পটিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ পটিবে পটিবেন পটিবেন পটিবে পটিবি পটিব
ঘটমান পটিতে থাকিবে পটিতে থাকিবেন পটিতে থাকিবেন পটিতে থাকিবে পটিতে থাকিবি পটিতে থাকিব
পুরাঘটিত পটিয়া থাকিবে পটিয়া থাকিবেন পটিয়া থাকিবেন পটিয়া থাকিবে পটিয়া থাকিবি পটিয়া থাকিব
অনুজ্ঞা টিবে পটিবেন পটিবেন পটিয়ো পটিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : পটিতে, পটিলে, পটিয়া।          চলিত রীতি :  পটতে, পটলে, পটে