কৃৎ
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো- অর্থ ছেদন করা, কোনো কিছু করা এই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-

ছেদন করা অর্থে-    
কৃৎ (ছেদন করা) + অন=কর্তন
                        
  কৃৎ (ছেদন করা) + অনীয় (অনীয়রঃ) =কর্তনীয়
                           
কৃ (ছেদন করা) +তব্য = কর্তব্য
                                 
কৃ  (ছেদন করা) +ত (ক্ত)=কৃত্ত
                          
 কৃ (ছেদন করা) +র (রক্) =ক্রূর

করা অর্থে              √কৃ  (করা) +ত (ক্ত)=কৃত্য
                           
কৃ (করা) +তৃ (তৃচ্) =কর্তা
                          
কৃৎ (করা) +অন্ (কন্)=কৃতক

 

এই ি থেকে উৎপন্ন অন্যান্য ক্রিয়ামূলের তালিকা।
 

১. এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- কর্তি, কীর্তি   
             
কৃৎ (ছেদন করা) +ই (ণিচ)=কর্তি

       কৃৎ (ছেদন করা) +ই (ণিচ)=কীর্তি


তদ্ভব ধাতু
Öকাট্ উৎপন্ন হয়েছে দেখুন : কাট্

২.  সংস্কৃত কৃৎ {কৃ (করা) + ক্বিপ (০)}>বাংলা কৃৎ
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- রচনা করা। এই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-