অন্ (বাংলা ও সংস্কৃত কৃৎপ্রত্যয়)
১. সংস্কৃত প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হয়ে
ক্রিয়ামূলের সাথে অন যুক্ত করে। যেমন‒
অব (নিম্ন)-{√তৄ
(গমন করা) +
অন
=অবতরণ
অব (নিম্ন)-
√তারি
{√তৄ
(উত্তীর্ণ হওয়া) + ই
(ণিচ)}
+
অন=
অবতারণ
Öশাস্
(অনুশাসন)
+অন =শাসন
প্র-√দ্যুৎ
(বৃদ্ধি)
+অন=প্রদ্যোতন
২.বাংলা কৃৎপ্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হলে
ক্রিয়মূলের সাথে শুধু 'অন' যুক্ত হয়। যে সকল ক্রিয়ামূলের সাথে এই প্রত্যয় যুক্ত হয়ে
নতুন পদ তৈরি করে, তার তালিকা তুলে ধরা হলো। যেমন-
√কাঁদ
+অন=কাদন
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে তার তালিকা তুলে
ধরা হলো।
√কাঁদ>কাঁদন,
√কান্দ্>কান্দন,
√গঠ>গঠন