রম্
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো আসক্তি, আনন্দ লাভ, যৌনক্রীড়া। এই সকল অর্থে বিভিন্ন প্রত্যয়ের সাথে যুক্ত, নানা ধরনের পদ তৈরি হয়। এর ভিতরে থেকে যে পদগুলো বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

 

    রম্ (আসক্তি) +অ (ঘঞ্)=রাম
   
রম্ (আসক্তি) +অনীয় (অনীয়রঃ)=রমণীয়
    রম্ (যৌনক্রীড় বা বা লীলা) + অন্ (ল্যুট) =রমণ
   
রম্ (আসক্তি) +ত (ক্ত)=রত    
   
রম্ (আসক্তি) +তি (ক্তিন্)=রতি   
   
রম্ (আনন্দ লাভ)+=রম>রথ
   
রম্ (আনন্দ লাভ) + য (যৎ)=রম্য
   
রম্ (যৌনক্রীড় বা বা লীলা) +অস্=রমস>রহস


এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো-
রমি {রম্ (ক্রীড়া করা) +ণিচ্}

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ- খেলা করা বা যৌন সম্ভোগ করা অর্থে-  মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। যেমন- রমিয়া পুরাএ কৃষ্ণ গোপীগণকাম [রাসপঞ্চাধ্যায়। বঙ্গীয় শব্দকোষ।]

আধুনিক বাংলায় এই ক্রিয়াপদজাত শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় না।