ই (ক্রিয়ামূল)
সংস্কৃত
ক্রিয়ামূল।
১. এর ভাবগত অর্থ হলো‒করা,
গমন করা।
এই
ক্রিয়ামূল
যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তাদের ভিতর থেকে যে সকল পদ
বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।
বিশেষ্য
উদ্
+
√ই
(গমন করা)+
অ (অচ্)=উদয়
অব্যয়
√ই
(গমন করা) +তি =ইতি (এই প্রকার)
বিশেষণ √ই
(গমন করা) +ত
(ক্ত) =ইত (গত)
বিশেষ্য
√ই
(গমন করা) +ভ
(ভন্) =ইভ (হস্তী)
সর্বনাম
√ই
(গমন করা) +ক
(কন)=এক
এই
ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু-
√উদি
{উদ্-√ই
(গমন)}।
দেখুন : উদি।
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু-
√আপি
{√ই
(গমন করা) +ই
(ণিচ)}
২. এর ভাবগত অর্থ হলো-ইচ্ছা করা। এই ধাতু থেকে উৎপন্ন সর্বনাম পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন-
সর্বনাম
√ই
(ইচ্ছা করা) +তর =ইতর
এই
ধাতু থেকে উৎপন্ন সাধিত
Öপতিয়া,
√পাতিআ।
দেখুন : পতিয়া,
পাতিআ