প্রতীক Sg
পারমাণবিক ওজন ২৭১
পারমণবিক সংখ্যা ১০৬
ইলেক্ট্রোন সংখ্যা ১০৬
প্রোটোন ১০৬
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১২ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d47s2

সিবোর্গিয়াম

তেজস্ক্রিয় মৌলিক পদার্থ বিশেষ। ১৯৭৪ খ্রিষ্টাব্দে সিবোর্গিয়ামের কয়েকটি পরমাণু সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণাগারে প্রস্তুত করা হয়। ফলে এই পদার্থটি কোন দেশ আবিষ্কার করেছে এবং এর নাম কি হবে এ নিয়ে উভয় দেশের ভিতরে দ্বন্দ্ব উপস্থিত হয়। পরে ১৯৯৭ খ্রিষ্টাব্দে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমেস্ট্রি (আইইউপিএসি) এই উপাদানটির প্রাতিষ্ঠানিক নাম দেন 'সিবোর্গিয়াম'। এই নামটি গ্রহণ করা হয়েছিল নোবেল পুরস্কার প্রাপ্ত মার্কিন বিজ্ঞানী
Glenn Theodore Seaborg -এর নামে নামকরণ করা হয়।

সূত্র :