প্রতীক
Y
|
অর্থ:
এটি একটি
ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির
কঠিন, রুপালি সাদা
মৌলিক পদার্থ।
শ্রেণির
কঠিন,
ঘাতসহ, নমনীয় রুপালি সাদা
মৌলিক পদার্থ।
১৭৮৭ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ, কার্ল আক্সেল এরিনাস সুইডেনের ইট্রারবায়ে একটি নতুন খনিজ আকরিকের
সন্ধান পান। তিনি গ্রামের নামানুসারে এর নাম দেন ইটারবাইট। ১৭৮৯ খ্রিষ্টাব্দে জন গাডোলিন আবিষ্কার করেন আকরিকটি মূলত ইট্রিয়াম অক্সাইড। ১৮২৮
খ্রিষ্টাব্দে ইট্রিয়াম ধাতু প্রথম পৃথকিকরণ করেন ফ্রেডরিখ ভোলার ।