প্রতীক
Mt
পারমাণবিক ওজন ২৭৮
পারমণবিক সংখ্যা ১০৯
ইলেক্ট্রোন সংখ্যা ১০৯
প্রোটোন ১০৯
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১৫ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d77s2
মাইটনেরিয়াম
তেজস্ক্রিয় মৌলিক পদার্থ
বিশেষ। প্রথমবারের মত ১৯৮২ খ্রিষ্টাব্দে মৌলটি
উদ্ভাবন করা হয়। অস্ট্রীয়-সুয়েডীয় মহিলা পদার্থবিজ্ঞানী লিজে মাইটনারের নামে এর নামকরণ করা হয়েছে। মাইটনার নিউক্লীয় ফিশন বিক্রিয়ার অন্যতম আবিষ্কারক ছিলেন। মারি কুরির পরে মাইটনার দ্বিতীয় ও সর্বশেষ নারী যাঁর নামে কোনও মৌলের নামকরণ করা হয়েছে।