রেডিয়াম
বানান বিশ্লেষণ: র্++ড্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
re.ɖi.am (রে.ডি.আম্)
পদ: বিশেষ্য

প্রতীক Ra
পারমাণবিক ওজন ২২৬
পারমণবিক সংখ্যা ৮৭
ইলেক্ট্রোন সংখ্যা ৮৮
প্রোটোন ৮৮
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
7s2
গলনাঙ্ক :  ৭০০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ১৫০০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ৫.৫ গ্রাম/ঘন সেমি

এটি একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ। পিচব্লেন্ডকে বিশ্লেষণ করার সময় মারি ক্যুরি, পিয়ের ক্যুরি এবং জি বেমন্ট দেখতে পান যে তাতে বিসমাথ ছাড়াও অধিক তেজস্ক্রিয় আরেকটি অংশ ছিল। পোলোনিয়াম নিষ্কাশনে সফলতা লাভের পর তারা এই অন্য অংশটি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন। তারা বুঝতে পারছিলেন যে অজানা অন্য একটি তেজস্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়ে যেতে পারে। ১৮৯৮ খ্রিষ্টাব্দে ২৬ ডিসেম্বর তারা এই নতুন মৌলটি আবিষ্কার করেন।

সূত্র :