প্রতীক
Fl
পারমাণবিক ওজন ২৮৯
পারমণবিক সংখ্যা ১১৪
ইলেক্ট্রোন সংখ্যা ১১৪
প্রোটোন ১১৪
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১৮ ৪
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d107s27p2
ফ্লেরোভিয়াম
তেজস্ক্রিয় মৌলিক পদার্থ
বিশেষ। ১৯৯৮ খ্রিষ্টাব্দে রাশিয়ায় দাবনায় অবস্থিতফ্লেরভ ল্যাবরেটরিতে তৈরি করা হয়। উল্লেখ্য, এই ল্যাবরেটরিটির নাম নেয়া হয় পদার্থবিজ্ঞানী জর্জ ফ্লাইরোভ(Флёров এর নামে।
পরে এই নাম থেকে নতুন মৌলটির নাম দেওয়া হয় ফ্লেরোভিয়াম।
২০১২ খ্রিষ্টাব্দে আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা দ্বারা
এই নামটি গৃহীত হয়।