পদ:
বিশেষ্য
১.
ঊর্ধ্বক্রমবাচকতা
{রাসায়নিক মৌল |
বস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
অর্থ: সাধারণ অর্থে যে সকল
মৌলিক পদার্থে
ধাতু
ও
অধাতুর
ধর্ম একই সাথে বিরাজ করে।
এদের ভৌত ধর্ম
ধাতুর
মতো, কিন্তু রাসায়নিক ধর্ম ধাতু ও
অধাতুর
মতো। সাধারণভাবে ৬টি মৌলকে
অর্ধধাতু হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো-
অ্যান্টিমনি,
আর্সেনিক,
জার্মেনিয়াম,
টেলুরিয়াম,
বোরন,
সিলিকন।
কোনো কোনো মতে এই বাইরে আরও বেশ কিছু মৌলিক পদার্থকে অর্ধধাতু হিসেবে উল্লেখ করা
হয়। সব মিলিয়ে এর তালিকা যে দীর্ঘ তালিকা হয়, তা হলো-অক্সিজেন,
অ্যান্টিমনি,
অ্যালুমিনিয়াম,
অ্যাস্টেটিন,
আয়োডিন,
আর্সেনিক,
ইন্ডিয়াম,
কার্বন,
ক্লোরিন,
গন্ধক,
গ্যালিয়াম,
জার্মেনিয়াম,
টিন,
টেলুরিয়াম,
থ্যালিয়াম,
নাইট্রোজেন,
পোলোনিয়াম, ফসফরাস,,
ফ্লোরিনবিসমাথ,
বোরন,
ব্রোমিন,
সিলিকন,
সীসক,
সেলেনিয়াম,
ইংরেজি::
metalloididd
বিপরীতার্থক শব্দ:
অধাতু
(ভাবার্থে)
বিস্তারিত:
ধাতু (রসায়নবিজ্ঞান)।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা
একাডেমী, ঢাকা।
মার্চ ২০০৫।
বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
বাঙ্গালা ভাষার অভিধান । জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ।
নভেম্বর ২০০০।
ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1