অর্ধধাতু
বানান বিশ্লেষণ: অ+র্+ধ্+অ+ধ্+আ+ত্+উ
উচ্চারণ:
ɔrd̪.d̪ʰo.d̪ʰa.t̪u (অর্দ্.ধো.ধা.তু)
শব্দ-উৎস: সংস্কৃত অর্দ্ধধাতু> বাংলা অর্ধধাতু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অর্ধ যথা তথা ধাতু/সুপসুপা সমাস
 

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: সাধারণ অর্থে যে সকল মৌলিক পদার্থে ধাতু অধাতুর  ধর্ম একই সাথে বিরাজ করে। এদের ভৌত ধর্ম ধাতুর  মতো, কিন্তু রাসায়নিক ধর্ম ধাতু ও  অধাতুর মতো। সাধারণভাবে ৬টি মৌলকে অর্ধধাতু হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো- অ্যান্টিমনি, আর্সেনিক, জার্মেনিয়াম, টেলুরিয়াম, বোরন, সিলিকন

কোনো কোনো মতে এই বাইরে আরও বেশ কিছু মৌলিক পদার্থকে অর্ধধাতু হিসেবে উল্লেখ করা হয়। সব মিলিয়ে এর তালিকা যে দীর্ঘ তালিকা হয়, তা হলো-অক্সিজেন, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, অ্যাস্টেটিন, আয়োডিন, আর্সেনিক, ইন্ডিয়াম, কার্বন, ক্লোরিন, গন্ধক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, টিন, টেলুরিয়াম, থ্যালিয়াম, নাইট্রোজেন, পোলোনিয়াম,  ফসফরাস,, ফ্লোরিনবিসমাথ,  বোরন ব্রোমিন, সিলিকন, সীসক, সেলেনিয়াম,

ইংরেজি::
metalloididd
বিপরীতার্থক শব্দ: অধাতু (ভাবার্থে)
বিস্তারিত: ধাতু (রসায়নবিজ্ঞান)।

সূত্র: