অর্ধ
বানান বিশ্লেষণ: অ+র্+ধ্+অ
উচ্চারণ:
ɔrd̪.d̪ʰo (অর্দ্.ধো)
শব্দ-উৎস: সংস্কৃত অর্দ্ধ> বাংলা অর্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঋধ্  (হত্যা করা) +  (বৃদ্ধি পাওয়া) + অ (ঘঞ্), করণবাচ্য
পদ: বিশেষণ
অর্থ: সমান দুই ভাগের এক ভাগ।
সমার্থক শব্দাবলি: অর্ধ, অর্ধক, অর্ধেক
যুক্তশব্দ: পূর্বপদ:

অর্ধ-উত্তানাসন. অর্ধক .অর্ধকথন, অর্ধকথিত. অর্ধ-কলাবৃত্ত, অর্ধকুক্কুটীন্যায়, অর্ধকূর্মাসন, অর্ধকৃত, অর্ধকৈশিক, অর্ধগঙ্গা, অর্ধগুচ্ছ, অর্ধগুঞ্জ, অর্ধগ্রস্ত, অর্ধগ্রাস. অর্ধঘটিকা.অর্ধ-চক্রাসন, অর্ধ-চতুর্থ, অর্ধ-চতুর্থা. অর্ধচন্দ্র অর্ধচন্দ্রাকার অর্ধচন্দ্রাকৃতি অর্ধচন্দ্রাসন অর্ধ-ঝাঁপতাল অর্ধজরতীয়ন্যায় অর্ধজীবিত অর্ধ-তৎসম অর্ধতিক্ত অর্ধতৃতীয় অর্ধতৃতীয়া অর্ধত্রয়োদশ অর্ধদিবস অর্ধদৃষ্টি অর্ধধাতু, অর্ধধার অর্ধনাবাসন অর্ধনারাচ অর্ধনারীশ অর্ধনারীশ্বর অর্ধনিদ্রা অর্ধনিদ্রিত অর্ধনিমগ্ন অর্ধনিমীলিত অর্ধনির্মিত অর্ধপতাক অর্ধপঞ্চম
অর্ধপঞ্চমা অর্ধপঞ্চাশৎ অর্ধপণ অর্ধপথ অর্ধপরিস্ফুট অর্ধপাদ অর্ধপারাবত অর্ধপ্রহর অর্ধবক্র অর্ধবদ্ধপদ্ম-পশ্চিমোত্তানাসন অর্ধবদ্ধপদ্ম-ময়ুরাসন অর্ধবদ্ধপদ্মাসন অর্ধবয়ঃ অর্ধবয়াঃ অর্ধবয়স্ক অর্ধবয়স্কা অর্ধবীক্ষণ অর্ধবৃত্ত অর্ধব্যক্ত অর্ধব্রাহ্মণ অর্ধভাক্ অর্ধভাগ অর্ধভাগিক অর্ধভাগিনী অর্ধভাগী অর্ধভাস্কর
অর্ধভূমণ্ডল অর্ধভেকাসন অর্ধমৎস্যেন্দ্রাসন অর্ধমাত্র অর্ধমাত্রক অর্ধমাত্রা অর্ধমাত্রিকা অর্ধমৎস্যেন্দ্রাসন
অর্ধমানবক অর্ধমার্গ অর্ধমাস অর্ধমুকুল অর্ধমূর্ছিত অর্ধমূর্ছিতা অর্ধমুদ্রিত অর্ধমৃত অর্ধমৃতা অর্ধমৌলি  অর্ধযাম অর্ধরথ অর্ধরাজ্য অর্ধরাত্র অর্ধরাত্রি অর্ধরুদ্ধ অর্ধর্চ অর্ধলক্ষ্মী অর্ধলক্ষ্মীহরি অর্ধলিখিত
অর্ধলুক্কায়িত অর্ধলুপ্ত অর্ধলুব্ধ অর্ধলুব্ধা অর্ধলোভ অর্ধলোভযুক্ত অর্ধলোভযুক্তা অর্ধলোভিনী
অর্ধলোভী অর্ধলোলুপ অর্ধলোলুপা অর্ধশত অর্ধ-শলভাসন অর্ধ-শীর্ষাসন অর্ধ-সপ্তশত অর্ধসিক্ত অর্ধসীরী অর্ধসূচী
 . অর্ধস্থিত-স্বর অর্ধস্ফুট অর্ধস্ফুটিত অর্ধহর অর্ধহার অর্ধা অর্ধা-অর্ধি অর্ধাংশ অর্ধাংশিনী  অর্ধাংশী অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গী অর্ধাচিত অর্ধাচ্ছাদিত অর্ধাবনমিত অর্ধাবভেদক অর্ধাবলীঢ় অর্ধাবলীঢ়া
অর্ধাবশিষ্ট অর্ধাবশেষ অর্ধাবৃত অর্ধার্ধ অর্ধার্ধি অর্ধাশন অর্ধাসন অর্ধিক অর্ধিকী অর্ধিনী অর্ধী
অর্ধেক অর্ধেন্দু অর্ধেন্দু-মৌলি অর্ধেন্দু-শেখর অর্ধোক্ত অর্ধোক্তি অর্ধোচ্চারিত অর্ধোত্তোলন অর্ধোত্তোলিত অর্ধোদয় অর্ধোদিত অর্ধোরুক 


সূত্র: