প্রতীক Pb
পারমাণবিক ওজন ২০৭.২
পারমণবিক সংখ্যা ৮২
ইলেক্ট্রোন সংখ্যা ৮২
প্রোটোন ৮২
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ৪
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f14 5d106s26p2
গলনাঙ্ক :  ৩২৭ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ১৭৫০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১১.৮৫ গ্রাম/ঘন সেমি

সীসক
[সীসক অভিধান]

এক প্রকার ঈষৎ নীলাভ ধূসর বর্ণের ধাতু মৌলিক পদার্থ। মানুষ প্রাচীনকাল থেকে সীসার ব্যবহার করে আসছে। তাই এই পদার্থটির আবিষ্কারকের নাম অজ্ঞাত।

এর রোমান নাম
plumbum nigrum। এই নাম থেকে এর প্রতীক নেওয়া হয়েছে- Pb

সীসা ইমারত নির্মাণে, সীসা-অম্ল ব্যাটারি, আগ্নেয়াস্ত্রের গুলি, বিকিরণ ঢাল, ওজন ইত্যাদিতে ব্যবহৃত হয়।