ধাতু
বানান বিশ্লেষণ: ধ্+আ+ত্+উ
উচ্চারণ:
d̪ʰa.t̪u (ধা.তু)
শব্দ-উৎস: সংস্কৃত ধাতু> বাংলা ধাতু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-
ধা (ধারণ করা) + তু (তুন্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: সাধারণ অর্থে যে সকল মৌলিক পদার্থের ধাতবগুণ আছে।  কিন্তু রসায়ন বিজ্ঞানে ধাতু বলতে সে সব মৌলিক পদার্থ বোঝায়, যেগুলো খুব দ্রুত আয়ন সৃষ্টি করে এবং যেগুলোতে ধাতব বন্ধন রয়েছে।
ইংরেজি:
metal
বিপরীতার্থক শব্দ: অধাতু (ভাবার্থে)
বিস্তারিত: ধাতু (রসায়নবিজ্ঞান)।
যুক্তশব্দাবলি: পরপদ: অর্ধধাতু

২. ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল| বিমূর্তন | বিমূর্তসত্তা | সত্তা |}
অর্থ: বাংলা, হিন্দি, সংস্কৃত ইত্যাদি ভাষায় শব্দের মূলে থাকে কোনো ক্রিয়ামূল বা ধাতু। এর সাথে প্রত্যয় যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়।
সমার্থক শব্দাবলি: ক্রিয়ামূল, ধাতু।
ইংরেজি:
verb root

বিস্তারিত দেখুন: ক্রিয়ামূল (কৃদন্ত) , ক্রিয়ামূল (ক্রিয়াপদ), ক্রিয়ামূল (গণ), ক্রিয়ামূল (নামধাতু), ক্রিয়ামূল (ণিজন্ত), ক্রিয়ামূল (ব্যঞ্জনান্ত), ক্রিয়ামূল (সনান্ত), ক্রিয়ামূল (স্বরান্ত)।

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { বীর্য | জননকোষ | প্রজনন কোষ | জীবকোষ | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: প্রজনননের ক্ষেত্রে পুরুষের দেহে উৎপন্ন জননকোষ।
সমার্থক শব্দাবলি: বীর্য, শুক্র, শুক্রাণু।
ইংরেজি:
sperm, sperm cell, spermatozoon, spermatozoan