সনান্ত ক্রিয়ামূল
সংস্কৃত সাধিত ক্রিয়ামূল। কোনো বিশেষ ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় যে নতুন ক্রিয়ামূল তৈরি হয়, তাকে সনান্ত ক্রিয়ামূল বলা হয়। যেমন—
চিকিৎস { কিৎ(রোগ নাশ করা) + স (সন্)ইচ্ছার্থে}।
চিকীর্ষ { কৃ(করা) + স (সন্) ইচ্ছার্থে}
শুশ্রুষ্ { (সেবা) + স (সন্)}