ক্রিয়ামূল
বানান বিশ্লেষণ:
ক্+র্+ই+য়্+আ+ম্+ঊ+ল্+অ
উচ্চারণ: kria.mul
[ক্রিয়া.মুল্]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল>
বাংলা ক্রিয়ামূল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক্রিয়ার মূল/
কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ক্রিয়ামূল |
ব্যাকরণগত শ্রেণি |
সমধর্মী সংকলন |
সংকলন |
দল |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
অর্থ: ব্যাকরণ ব্যবহৃত পারিভাষিক শব্দ। শব্দার্থের বিচারে ক্রিয়াপদের মূল', বা
ক্রিয়া-প্রকাশক ধ্বনি-একক ।
এই মূল থেকে
ক্রিয়াপদ ছাড়াও অন্যান্য পদের উৎপত্তি
হয়ে থাকে। যেমন—
সূত্র :
-
চলন্তিকা। রাজশেখর
বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
-
বঙ্গীয় শব্দকোষ
(প্রথম ও দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
-
বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
-
বাঙ্গালা ব্যাকরণ।
শক্টর মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদার্স। ফাল্গুন ১৩৪২
-
বাঙ্গালা ভাষার অভিধান
(প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
-
বাঙ্গালা শব্দকোষ।
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
-
ভাষাপ্রকাশ বাঙ্গালা
ব্যাকরণ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
-
শব্দবোধ অভিধান।
আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।