ক্রিয়ামূল
বানান বিশ্লেষণ: ক্+র্+ই+য়্+আ+ম্+ঊ+ল্+অ
উচ্চারণ:
kria.mul [ক্রিয়া.মুল্]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল> বাংলা ক্রিয়ামূল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক্রিয়ার মূল/ কর্মধারয় সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ক্রিয়ামূল | ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্তা |

অর্থ:
ব্যাকরণ ব্যবহৃত পারিভাষিক শব্দ। শব্দার্থের বিচারে ক্রিয়াপদের মূল', বা ক্রিয়া-প্রকাশক ধ্বনি-একক ।
এই মূল থেকে ক্রিয়াপদ ছাড়াও অন্যান্য পদের উৎপত্তি হয়ে থাকে। যেমন—

সূত্র :