ক্রিয়া
বানান বিশ্লেষণ: ক্+র্+ই+য়্+আ
উচ্চারণ:
kri.a [ক্রি.আ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়া> বাংলা ক্রিয়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কৃ (করা) + অ (শ), ভাববাচ্য + আ (টাপ্)
পদ:
বিশেষ্য
অর্থ:
১.ঊর্ধ্বক্রমবাচকতা: {পদ-প্রকর্ণ  | {ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল| বিমূর্তন | বিমূর্তসত্তা | সত্তা |}
ব্যাকরণে ক্রিয়ামূলের অর্থ প্রকাশক পারিভাষিক পদের নাম। এই পদের শব্দাবলি করা, যাওয়া ইত্যাদি কাজের অর্থকে প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: ক্রিয়া, ক্রিয়াপদ। 
[বিস্তারিত: ক্রিয়াপদ (ব্যাকরণ)]

২. যে কোন অনুষ্ঠানের কার্যক্‌রম দশা। বা কোনো বিশেষ কাজ সম্পন্ন করার উদ্যোম
সমার্থক শব্দাবলি: কর্ম, কার্য, ক্রিয়া।
উদাহরণ: অন্ত্যোষ্টিক্রিয়া, ক্রিয়াকর্ম, ক্রিয়াকলাপ, ক্রিয়াকাণ্ড।

পদ: বিশেষণ
অর্থ: কর্মক্ষেত্রে পেশাগত অবস্থান।
উদাহরণ: শিক্ষামন্ত্রণালয়ের তিনি বড় পদে আছেন।

বিপরীতার্থক শব্দ:

যুক্তশব্দ: