অক্রিয়া
বানান বিশ্লেষণ: অ-ক্+র্+ই+য়্+আ
উচ্চারণ:
ɔk.kri.a [অক্.ক্রি.আ]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রিয়া> বাংলা অক্রিয়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষণ
অর্থ:

১. যা কোনো কার্য হিসেবে বিবেচনা করা যায় না এমন
সমার্থক শব্দাবলি: কর্মশূন্য, ক্রিয়ারহিত।

২. যা কোনো অপকর্ম বা শাস্ত্রবিরোধী কর্ম হিসেবে বিবেচনা করা যায় না এমন
সমার্থক শব্দাবলি: অপকর্ম, অবৈধ কর্ম, কুকর্ম।
যুক্তশব্দ:

পদ: বিশেষ্য
অর্থ: কোনো বিশেষ কাজ সম্পন্ন করার উদ্যোমহীনতাহিসেবে বিবেচনা করা যায়, এমন দশা
সমার্থক শব্দাবলি: কর্মশূন্যতা, ক্রিয়ারহিত অবস্থা

বিপরীতার্থক শব্দ:


. বিশেষণ
 

. বিশেষ্য
২.১.

২.২. অ (ন) ক্রিয়া/নঞ্ তৎপুরুষ সমাস
অকাজ, অনুপযুক্ত কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ