অক্রিয়াচরণ
বানান বিশ্লেষণ: অ-ক্+র্+ই+য়্+আ+চ্+অ+র্+অ+ণ্+অ
উচ্চারণ:
ɔk.kri.a.cɔ.ron [অক্.ক্রি.আ.চ.রোন্]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রিয়াচরণ> বাংলা অক্রিয়াচরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: যে আচরণ কুকর্ম দ্বারা সিদ্ধ। বা শিষ্টাচার বহির্ভুত আচরণ
সমার্থক শব্দাবলি: অশুষ্টাচরণ, কুব্যবহার।